Posts

Showing posts from September, 2012

পৃথীবি বদলে গেছে, যা দেখি নতুন লাগে-তুমি~আমি একই আছিদুজনে যা ছিলাম আগে ।।সময় চিরদিন শুধুই বয়ে যায়, থেমে সে তো থাকে না !কত ঝড়-মেঘ আসে চলে যায়আকাশ মনে রাখে না।পড়ে কি মনে তুমি আমি- এই পথ ধরে যেতামভালোই হত সেই দিনগুলিফিরে যদি পেতাম !!সেই তোমাকে পাবো নাকি.......আজ প্রাণের অনুরাগে_________

sung by Kishore Kumar

¤¤বুঝবে সেদিন বুঝবে¤¤যেদিন আমি হারিয়ে যাব,বুঝবে সেদিন বুঝবে,অস্তপারের সন্ধ্যাতারায়,আমার খবর পুছবে।বুঝবে সেদিন বুঝবে!ছবি আমার বুকে বেধেঁ,পাগল হয়ে কেদেঁ কেদেঁ ফিরবেমরুকানল গিরি,সাগর আকাশ বাতাস চিরিযেদিন আমায় খুজবে-বুঝবে সেদিন বুঝবে!সপ্ন ভেঙ্গে নিশুত রাতে জাগবে,হঠাত্‍ চমকে কাহার যেনচৈন্য ছোওয়ায় উঠবে ও বুক মেকে জাগবে হঠাত্‍ চমকে?ভাববে বুঝি আমিই এসে সনু বুকের মাঝে ঘেষেঁ,ধরতে গিয়ে দেখবে তখন শূন্য শয্যা।মিথ্যা সপ্ন।-বেদনান্ত চোখ বুঝবে-বুঝবে সেদিন বুঝবে!গাইতে বসে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,বলবে সবাই-"সেই যে পথিক,তার শেখানো গান না?"আসবে ভেঙ্গে কান্না পড়বে মনে আমার সোহাগ-বেধেঁ তোমায় কাদঁবে বেহাগ।পড়বে মনে অনেক ফাকিঁঅশ্রু হারা কঠিন আখিঁ-ঘন ঘন মুছবে-বুঝবে সেদিন বুঝবে!আবার যেদিন শিউলি ফুটে ভরবে,তোমার অঙ্গন,তুলতে সে ফুলগাথঁতে মালা কাদঁবে তোমার কঙ্কন-কাদঁবে কুটার অঙ্গন।শিউলি চাকা মোর সমাধিপড়বে মনে উঠবে কাদিঁ,বুকের মালা করবে জ্বালা, চোখের জ্বলে সেদিন বালা মুখের হাসি-বুঝবে সেদিন বুঝবে!বুঝবে সেদিন বুঝবে!